গাছ লাগাও পরিবেশ বাচাও
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ধারনাপত্র
দলনেতা ঃ শুভরাজ মৃত্তিকা
মোবাইল- ০১৭৪৯১৩২৬৬৬
শিরোনাম ঃ জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ‘‘ গ্রীন স্কুল, ক্লিন স্কুল” কার্যক্রম সংক্রান্ত আইডিয়া পরিকল্পনা সমুহ।
আইডিয়ার ভূমিকা ঃ প্রাকৃতিক ভারসাম্য রক্ষাসহ পুষ্ঠিহীনতা রক্ষায় ফলজ, বনজ ও ঔষধী গাছ লাগানোর মাধ্যমে স্কুলের পরিবেশ সুন্দর, স্বাস্থ্যকর শিক্ষার্থী বান্ধব করে গড়ে তোলা ও পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করা।
আইডিয়ার বিবরণ, স্থান, উদ্দেশ্য ও প্রত্যাশিত প্রভাব ঃ শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে ও মাঠের চারপাশে ফলজ, বনজ ও ঔষধী গাছ রোপনের মাধ্যমে পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখাসহ সমতার ভিত্তিতে সকল শিক্ষার্থীদের মাঝে ফল বিতরনের মাধ্যমে পুষ্ঠিহীনতা দুরীকরণের প্রত্যাশা পুরণ করবে।
আইডিয়া বাস্তবায়নে দলের সদস্যদের সুনির্দৃষ্ট ভূমিকা ঃ আইডিয়া বাস্তরায়নের জন্য প্রথমেই ৫ সদস্য বিশিষ্ট দলের সদস্য রোহন তালুকদার বিভিন্ন প্রজাতির গাছ সংস্কৃতি ও প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে সংগ্রহ করবে। সদস্য আরাফাত ইসলাম সঠিক পদ্ধতিতে গাছ রোপনের ব্যবস্থা গ্রহণ করবে। সদস্য মিনহা খন্দকার প্রত্যেকটি গাছের বেষ্ঠনী প্রদান করবে। সদস্য মেহেজাবিন খান প্রতিটি গাছের গোড়ায় নিয়মিতভাবে পানি ও প্রয়োজনে গুড়ায় মাটি প্রদান করবে। দলনেতা শুভরাজ মৃত্তিকা সার প্রয়োগ, কীটনাশক প্রদান পূর্বক পরিচর্যার মাধ্যমে বৃক্ষগুলি রক্ষার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং প্লাষ্ঠিক ও অপচনশীল বস্তু ব্যবহারে সতর্ক থাকবে। সর্বোপরি প্রতিষ্ঠান প্রাঙ্গন পরিষ্কার রাখা ও অন্যদেরকে উৎসাহিত করা একান্তভাবে অপরিহার্য।
সৃজনশীলতা ও উদ্ভাবনের ক্ষমতা ঃ শিক্ষার্থীগণ বাগান করার পদ্ধতি সম্পর্কে অবহিত হবে এবং বিভিন্ন প্রকার গাছের সঙ্গে পরিচিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বৃদ্ধি পাবে।
দলের সৃজনশীলতা ও উদ্ভাবনের দিকগুলোঃ
১। পরিবেশগত সমস্য সমাধানের নতুন ধারণা ঃ দল বিভিন্ন পরিবেশ দুষণ বর্জ ব্যবস্থাপনা বা গাছপালা রক্ষার ক্ষেত্রে নতুন নতুন পরিকল্পনা তৈরী করে যেমন- শ্রেণি কক্ষে সবুজ কোন্ তৈরী কিংবা প্রতিটি শিক্ষার্থীকে গাছের বন্ধু হিসেবে দায়িত্ব দেওয়া।
২। ক্লাসরুমে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার ঃ পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার করে শিক্ষায়তন সাজানোর উদ্দ্যোগ নেওয়া। যেমন- পুরোনো বোতল দিয়ে কিংবা কাগজের পুনর্র্ব্যবহারে পোস্টার তৈরীর ধারণা।
৩। সচেতনতামূলক কার্যক্রমে অভিনব পদ্ধতি ঃ পোস্টার প্রতিযোগীতা, দেয়ালিকা. নাটিকা বা গান ব্যবহার করে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দেওয়া।
৪। উদ্ভাবনী পরিকল্পনা প্রনয়ন ঃ দল প্রতিষ্ঠান পর্যায়ে পরিবেশ পুলিশ বা সবুজ দুত গঠন করে পরিবেশ পর্যব্ক্ষেনের কার্যকর ব্যবস্থা তৈরী করে।
৫। সবার অংশগ্রহণ নিশ্চিত করণে সৃজনশীল উদ্দ্যোগ ঃ পরিচ্ছন্নতা সপ্তাহ, সবুজ বন্ধু দিবস, পরিবেশ কুইজ ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের একত্রিত করে এক যৌথ উদ্ভাবনী পরিবেশ তৈরী করা।
এভাবে দলের সদস্যরা কল্পনা শক্তি, সমস্যা সমাধান দক্ষতা ও নেতৃত্ব গুনের মাধ্যমে গ্রীন স্কুল ক্লিন স্কুল বাস্তবায়নে একটি যোগান্তকারী পরিবর্তন ঘটাতে সক্ষম।
প্রস্তাবের স্বতন্ত্রতা ঃ দলটি পরিবেশ বিষয়ে সচেতন, আন্তরিক ও দায়বদ্ধ নেতৃত্ব প্রদান করে। তারা শুধু কার্যক্রম পরিচালনা করে না বরং উদাহরন সৃষ্টি করে। এক্ষেত্রে শিক্ষার্থী, শিক্ষক, কর্মী ও অভিভাবকদের সম্পৃক্ত করে যা সাধারনত অন্য অনেক কর্মসূচিতে দেখা যায় না। তারা শুধু তাৎক্ষনিক কার্যক্রম নয়, বরং দীর্ঘমেয়াদী সবুজায়ন, বর্জ ব্যবস্থাপনা ও পূনর্ব্যবহার ইত্যাদির উপর জোর দেওয়া। গ্রীন ক্লাব কুইজ, দেয়ালিকা, বৃক্ষরোপন উৎসব এধরনের সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে তারা নিজেদের আলাদা করে তুলে ধরে। দলের সদস্যরা নিজের দায়িত্বকে কাজ হিসেবে নয় বরং একটি সামাজিক আন্দোলন হিসেবে দেখে। স্থানীয় উপকরণ, স্থান ও দক্ষতাকে কাজে লাগিয়ে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দেওয়ায় দলটি স্বতন্ত্র হয়ে উঠে। এইসব বৈশিষ্ট্য দলটিকে শুধু একটি পরিচালনাকারী দল নয় বরং একটি পরিবেশ সচেতন নেতৃত্বশীল রুপান্তরের বাহক হিসেবে গড়ে তোলে।
কাঙ্খিত ফলাফল ঃ ফলজ বৃক্ষ হতে প্রাপ্ত ফল সকল শিক্ষার্থীদের মধ্যে বিতরণের মাধ্যমে সকলের পুষ্ঠির চাহিদা পুরণ করবে, যা আমাদের সকলের কাম্য। তাছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিভিন্ন প্রকার বৃক্ষের সাথে পরিচিতি লাভ করবে। সর্বোপরি “গ্রীন স্কুল ক্লিন স্কুল” প্রকল্পটি শিক্ষার্থী তথা পরিবেশের উপর দীর্ঘমেয়াদী সুফল ভোগ করবে।
গণঅভ্যুত্থানের সাথে সামঞ্জস্যতা ঃ গণঅভ্যুত্থানের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীরা যে উদ্দেশ্যে তাদের আন্দোলন করেছিলেন তা বাস্তবায়নের জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করবে। বিভিন্ন পরিবেশ থেকে আগত শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে এসে সমতার ভিত্তিতে চলাফেরা, সমবন্টনে অভ্যস্থ হওয়া সহ সকল প্রকান বিবেধ ভুলে একে অপরের পাশে থাকার বিষয়ে শিক্ষালাভ করবে, যা এই গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য।
দেশীয় সংস্কৃতির সাথে সামঞ্জস্যতা ঃ শিক্ষার্থীদের মধ্যে দেশীয় ফলজ, বনজ ও ঔষধী গাছ সম্পর্কে বাস্তব ধারণা অর্জিত হবে। এই ধারণার মাধ্যমে শিক্ষার্থীরা দেশীয় সংস্কৃতির প্রতি আকৃষ্ট হবে, যা আমাদের শিক্ষার্থীদেরকে দেশীয় ফল গ্রহণে অনুপ্রানিত করবে। দেশীয় সংস্কৃতির অংশ হিসেবে সুশীতল পরিবেশ ও ফুলে-ফলে পরিপূর্ণ একটি কাঙ্খিত দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
“গ্রীন স্কুল ক্লিন স্কুল” শুধু একটি প্রকল্প নয়, এটি দীর্ঘমেয়াদী সচেতনতামূলক সংস্কৃতি গঠনের উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষর্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা, সামাজিক দায়িত্ববোধ ও স্বাস্থ্যকর অভ্যাস গড়ে উঠে, যা আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও পরিচ্ছন্ন ভবিষ্যত নিশ্চিত করতে সহায়ক হবে।
দলের নাম ঃ সবুজ বিপ্লব
দলের সদস্যদের নাম ঃ
১। শুভরাজ মৃত্তিকা (দলনেতা)
২। মেহেজাবিন খান
৩। মিনহা খন্দকার
৪। আরাফাত ইসলাম
৫। রোহন তালুকদার